আনন্দ
ছন্দা দাশ
আমিও আমার মতো বেঁচে আছি
জানি তুমি বলবে সে কেমন?
আমি বলবো না, কিছুতেই না।
বললেই ফুরিয়ে যাবে অগুরু গন্ধ,
বিসমিল্লাহ খানের সানাইা— আর,
আরও কিছু আছে ——।
সেই জানার জন্য তোমার
আরেক জন্ম পেতে ইচ্ছে করবে
আনন্দ।
আমাদের দেখা হবে, কথা হবে
জন্মের সিঁড়িঘরে।




















