“শিকড় থেকে ” নারী মুক্তির ব্যতিক্রম ধর্মী কবিতা লিখেছেন আমেরিকা থেকে কাব্য ভারতী কবি সাহানুকা হাসান শিখা ।

494
“শিকড় থেকে ”
কাব্য ভারতী কবি সাহানুকা হাসান শিখা ।

শিকড় থেকে

               সাহানুকা হাসান শিখা

শিকড় থেকে উঠে এসে আমি
হয়েছি সাহসী নারী।
শত সংগ্রাম করে এরার
তোমায় অর্জন করি।
আমাকে আর দেখিও না ভয়
আমি যে অকুতভয়।
সাগর নদী পাহাড় পর্বত,
সবই তো করলাম জয়।
নেই কিছু বাকী দিও না ফাঁকি
বলো না অবলা মেয়ে।
যুদ্ধের সাজ কতো আতশবাজ
আসছে এবার ধেয়ে।
স্বাধীনতা আমি করবো আদায়,
হবো স্বাধীন চেতা।
নারী নয় আমি মানুষ হবো,
জয় করবো মানবতা।

Content Protection by DMCA.com

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here