তারুণ্যের কবি- এইচ আলিম এর অনন্য সৃষ্টি কবিতা “পিতার রক্তমাখা চশমা”

715
তারুণ্যের কবি- এইচ আলিম এর অনন্য সৃষ্টি কবিতা “পিতার রক্তমাখা চশমা”
তারুণ্যের কবি- এইচ আলিম

পিতার রক্তমাখা চশমা

                             এইচ আলিম

কালো রঙের ভোরের গায়ে
রক্তমাখা চশমা পড়েছিল।
সে চশমার ফাঁকে জেগে থাকে
’৫২ থেকে ’৭৫-
তখনও,
বাতাসের তীব্রতায় ভেসে আসে
৭ মার্চের বিরল ভাষণ
ভারাক্রান্ত জাতির মুক্তির সনদ।
বুকে ২৫ মার্চ ভয়াল কালরাত্রি।

যে মা বুকে পুষে রাখে একাত্তরের সন্তান
যে প্রেমিকা অপেক্ষায় ছিল লাল গোলাপের
যে সন্তান কৃষাণ পিতার কাঁধে রাইফেল দেখতে
উন্মাদ হয়ে ছিল,
যারা সব ফেলে স্বাধীনতার জয়গান গেয়েছিল
এবং..
তাঁদের শপথ নিয়ে বলছি-
আমিও ইতিহাসের পাতাঘুড়ে
তোমাকে ছুঁয়ে দেখার ইচ্ছে পুষে রেখে-
৫৬ হাজার বর্গমাইলে দেখেছি
পিতার চশমায় জেগে থাকে তারুণ্য মিছিল।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here