ওপার বাংলার কবি বিশ্বজিৎ কর – এর কবিতা “কোথায় অবরুদ্ধতা”

480
Doinik-Alap-Poem-Kobi-কবি-বিশ্বজিৎ কর -Kobita-কবিতা-কোথায় অবরুদ্ধতা
কবি বিশ্বজিৎ কর

কোথায় অবরুদ্ধতা!

বিশ্বজিৎ কর

প্রকৃতির এমন খোলামেলা পোশাক,
অবরুদ্ধতার কবর খুঁড়ে চলেছে!
বাংলা মায়ের কোমল তথা শান্ত রুপে পাখিদের সেই চেনা সুর-” আমার সোনার বাংলা….! ”
ভাতফোটানো দুপুরের রোদ্দুরমাখা ক্যানভাসে স্নিগ্ধ মাতৃত্বের আঁকিবুকি!
সেই ‘নকশি কাঁথার মাঠ’-এর শেষপ্রান্তে চুমু দিয়ে যায় অস্তগামী সূর্য,গৌরখুড়ো খোল-কত্তাল নিয়ে দাবায় বসে, কীর্তনের আসর বসবে, রহিমচাচা হাঁক দেয়-” ঐ মর্জিনা, এক ঘটি পানি দে মা, নমাজের সময় হল রে! ”
গ্রামবাংলার রাঙামাটির পথে জীবনসংগ্রামের সুর বাঁধা, সে এক অদ্ভুত কবিতার চালচিত্র! ভাষা-মায়ের লীলায়িত ছন্দ, সালাম-বরকত-জব্বরের ভাষা-চুম্বন!
কলমিশাক তোলা ঠানদিদির ভাতগন্ধে এক তৃপ্ততার জ্বালানির আঁচ!
মাগো, একথালা ভাত দাও, ক্ষিদে পেয়েছে!

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here