সমকালীন সৃজনশীল কবি জেরিন সুলতানার দুইটি কবিতা

265
জেরিন সুলতানার দুইটি কবিতা

বহুদিন পর
✍️ জেরিন সুলতানা

বহুদিন পর পাগল করেছে বকুলের ঘ্রাণ
বহুদিন পর তারা ঝরে পরেছে হাসিমাখা মুখের আদলে ,
ঝরতে দাও !
আজ হোক আমার বকুল ফুলের সাথে একটি দিন।
আবার কবে ঝরবে বকুল ?
সে অপেক্ষায় থাকতে চাইনা আর ,

বহুদিন পর জলে ভেসে চলেছে হাঁসেদের দল
ভাসতে দাও !
কোমল জলে হাঁসেদের স্নানের দৃশ্য দেখে চোখ জুড়িয়ে যাক
আজ আমার নিরবতার বাঁধ ভাঙানোর দিন ।

বহুদিন পর, ঘুম পাড়িয়ে দিল
পশলার পর পশলা গোলাপের বৃষ্টি
শারা শরীর জুড়ে লেপ্টে আছে গোলাপের সুগন্ধ । প্রেমালাপ শুরু করেছে বাতাস
করতে দাও !
আজ আমার মান ভাঙানোর দিন ।

বহুদিন পর, দরজার খিল খুলে ঢুকে পরেছে
মায়াবী চাঁদের বাঁধভাঙা আলো ,
একদিন প্রচন্ড অভিমানে সাত সমুদ্র তেরো নদী পাড়ি দিয়ে পালিয়েছিলো সে!
এজন্য অবশ্য তাকে অপরাধী করা হয় নি কোনদিন ।
কারন তো জানাই ছিল,
অভিযোগ আর অভিমান শেষে
ঠিকই একদিন ফিরে আসবে সে ,
তাই আজ আমার অভিমানী চাঁদের সাথে
সঙ্গ দেবার দিন ।

বহুদিন পর ,ছিনতাই হয়ে গেছে চোখের জল
ঘরের সিন্দুকে এত যত্ন করে আটকে রাখা দুঃখ,
আমার চোখে কালো কাপড় বেঁধে আটকে রেখে লুট করে নিয়ে গেছে সব দুঃখ ,
একদল অচেনা মুখের ছায়া ।
অভ্যাসের মায়ায় পড়ে আমি অবশ্য দিতে চাইনি কিছুই ,
সব কিছু হারিয়ে যে হাসিটুকু ফিরে পেলাম
তাতে অভাব নেই কিছু আর ।

বহুদিন পর ,ফিনফিনে বাতাস ছুঁয়ে গেছে শরীর
শরীরের আনাচে কানাচে ঢুকে পরেছে
সে বাতাসের মায়ায় জড়ানো স্পর্শ ।
বেঁচে থাকার ইচ্ছেরা জন্মেছে নতুন করে
বহুদিন পর ভালোবাসারা আটকে দিয়েছে পথ
কেটে গেছে দুঃস্বপ্নের রাত , বহুদিন পর ।

প্রাপ্তি

তোমার সাথে আর একটি বর্ষা হোক আমার
একটি নিরব রাতের বৃষ্টি হোক ,
আর একটি বার না হয় হার মেনে যাও আমার ইচ্ছের কাছে।
পূর্ণ হোক তোমার হাত ধরে‌ আকাশ ছোঁয়ার ইচ্ছে,
তোমার সাথে হাজার, লক্ষ , নিযুত-কোটি অভিমান জমা হোক ।
দিনশেষে অভিমানের পাহাড় ডিঙিয়ে তোমার স্বপ্ন ছোঁয়া দু চোখ আমায় খুঁজে ফিরুক,
এতটাই ভালোবেসেছিলাম তোমাকে !
দিন ,তারিখ ,আপন পর কোন কিছুর হিসেব রাখিনি
শুধুই ভালোবেসে গেছি , এখনো বাসি।
আমার জন্য মাইলের পর মাইল হেঁটে কৃষ্ণচূড়া ফুলের সন্ধান করা ,
আমার সে প্রেমিককে আমি হারাতে চাইনি কোনদিন।
বাগানে একটি গোলাপ ফুটলেই যার মনে পড়তো আমার কথা,
বর্ষা এলেই আমার জন্য কদমের অন্বেষণে বেরিয়ে পড়তো খালি পায়ে। আমার সে প্রেমিককে আমি ভুলতে চাইনি কোনদিন!
তোমায় ভালোবেসে লেখা প্রথম কবিতা আমি ভুলতে পারবো না কোনদিন,
তোমার জন্য জমিয়ে রাখা এক সমুদ্র কথা, বৃষ্টির জল ছুঁয়ে কথা দেয়া।
স্মৃতি পটে আঁকা থাকবে আজীবন কখনো বিলীন হবে না , তোমার ভালবাসার শত চিন্থ বয়ে বেড়াতে আজীবন জেগে থাকবে আমার দু চোখ।
হয়তো তোমারও মনে পড়ে একই আকাশের নিচে,
একই রোদ্দুরে হেঁটেছি দুজনে কতটা পথ
আবার মেঘলা দিনেও ধরেছি হাত।
কথার ছলে আমার কত শত আবদার এখন না হয় তোমার কাছেই তোলা থাক,
শুধু কখনো বলো না
তুমি আমার ছিলে না , বলোনা আমাকে ভালোবাসো না, শত কষ্ট অভিমানের পরেও একটি কথা আমাকে বলতে ভুলনা, “ভালোবাসি “
এক জীবনে তোমার ওই একটি কথাই হোক পরমপ্রাপ্তি ওইটুকু হোক বেঁচে থাকার সান্তনা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here