“নিজের শহর” কবিতাটি সৃষ্টিশীল লেখনির আলোয় আলোকিত করেছেন ভারতের কবি লুবনা আখতার বানু ।

479
সৃষ্টিশীল লেখনির আলোয় আলোকিত করেছেন ভারতের কবি লুবনা আখতার বানু

নিজের শহর।

                    লুবনা আখতার বানু।

শান্তির এক নাম-
পুরোনো দিনের আনন্দের
গন্ধ,
সাগর দীঘিতে হাসেদের
জলকেলি।
সবুজের মাঝে প্রাণ খুঁজে
পাওয়া-
স্নেহ ও আশীর্বাদের
হাতগুলির স্পর্শ।
পার্কে ফুচকা ও ঝালমুড়ির
গন্ধ!
পথের শুকনো পাতার মরমর
শব্দে,
লেডিবার্ড সাইকেল চালানোর
শব্দ-
হারমোনিয়াম এ গানের
রেওয়াজ।
অস্তকালে এক ঝাঁক পাখির
উড়ে যাওয়া-
নিজের শহর শান্তির এক
নাম।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here