সম্ভব নয়
– মুহাম্মদ নূর ইসলাম
.
ভাবছো তুমি সবকিছু
করবে এক নিমেষে;
মন-হরষে দিন কাটিয়ে
থাকবে খুব আয়েশে,
সম্ভব নয়!
জীবন তরী থমকে যাবে
ঘন্টা বাঁধা বয়সে।
ভাবছো তোমার ক্ষমতার জোর
থাকবে চিরদিন-
বয়স তোমার অটুট রবে
হবে না প্রবীণ;
সম্ভব নয়!
ভাবনাগুলো ছাড়তে হবে,
খোদার রীতি ভীষণ কঠিন।
দেখছো কেমন সাগরের ঢেউ
আছড়ে পড়ে,
গাছের পাতা ফুলের পাপড়ি
ঝরে পড়ে,
কেমন করে দেহের যৌবন;
রূপ-লাবন্য রাখবে ধরে,
সম্ভব নয়!
দেহ তোমার বিকল হবে।
দেখছো সদা পূব আকাশে
উঠে রবি,
সন্ধা হলে আঁধার এসে
ঢাকে সব’ই-
অর্থ কড়ি সঙ্গে নেবে;
সম্ভব নয়!
রিক্ত হস্তে যেতে হবে,
মরণ তোমার যখন হবে।