আমার চিরকালের বিষ্ময়
গোলাম কবির
বুকের ভেতর বয়ে যায় নিরবধি
একটা ছোট্ট নদী, কখনো অভিমানে হৃদয়ের জমিনে তোলপাড় করে
ভেঙে চলে ভালবাসার গহীন সমুদ্দুর অভিমুখে, কখনো আবার ভীষণ
শান্ত স্থির বোকা গ্রামের মতো
স্নিগ্ধতা ছড়িয়ে দেয় মননে।
জ্যোৎস্না ভেজা রাতে ভালবাসার শিশিরবিন্দু হয়ে ঘুমিয়ে পড়ে
বুকের ওপর পরম নিশ্চিন্তে
অবোধ শিশুর মতো,
কখনো কখনো ভীষণ রাগী
কোনো কালকেউটের মতো
দংশন করে বারবার,
তীব্র বিষে নীল হৃদয়ের কথা
ভাবে না একবারও!
আমার নির্ঘুম রাত্রিরে কখনো আবার
বর্ষার বানভাসি জলে ডুবিয়ে দেয়
ভালবাসার সমগ্র তল্লাট,
কখনো আবার কেমন জানি
খুব অচেনা মনে হয় নদীটাকে!
মনে হয় কখনো দেখিনি আগে
এতো সুন্দর রূপে তাকে,
ও যে আমার চিরকালের বিষ্ময়!
সে আমার ভালবাসার
অজন্তা ইলোরার গুহায় আঁকা
অবিশ্বাস্য সুন্দরতম চিত্রকলা।