ফেরিওয়ালা
খালিদ বিন আকরাম
ফেরিওয়ালা ও ফেরিওয়ালা
কি নিয়ে চলো
ছোট্ট একা ঘরের মাঝে
কেমনে আসি বল?
মা বলেছেন যাইতে মানা
আব্বুও বলে তাই
এখন আমি কেমন করে
তোমরা কাছে যাই
কি আছে ভাই তোমার কাছে
দাওনা আমায় কিছু
নইলে আমি দরজা খুলে
ছুটবো তোমার পিছু
একটা ভালো পুতুল দাও
যে পুতুলে হাসেবে
একলা যখন থাকবো ঘরে
আমায় ভালবাসবে
জান আমার আব্বু আম্মু
কেউ থাকেনা ঘরে
পিছন থেকে ছিকোল দিয়ে
ছোটো কাজের তরে
আমি একা ছোট্ট খোকা
দেখবো চাঁদের আলো
ফুলের সাথে করব খেলা
বাসবো ওদের ভালো
কেমন করে পাখি উরে
ভাসে আকাশ পানে
বৃষ্টি কেমন জল নামাবে
দেখবো মনে প্রাণে
কেমন করে ঐ শিশুরা
খেলছে ধুলো লয়ে
খেলবো আমি ওদের সাথে
দিন চলেছে বয়ে
ফেরিওয়ালা মনটা তোমার
দেখছি ভারি কঠিন
আসবে কবে আমার তরে
খেলা করার সু..দিন
না যদি দাও দরজা খুলে
বল আমার মাকে
চোখের জলে যাচ্ছে সময়
পড়ছে মনে তাকে
আব্বু যদি আমার কথা
জিগ্যাসা করে তোমায়
বলবে এসে বিড়াল ছানা
খেয়ে গেছে আমায়///////