৷৷৷৷ ৷৷ অসুন্দরের প্রেম
সৈয়দ আব্দুল্লাহ আল মোস্তফা
অধরে তোমার পরশ চুম্বনে
আমি অসুন্দর সহসা সামনে আসি
সুনয়না তুমি সুন্দর মোর
বলেছিলাম প্রিয়ে, বড় ভালবাসি।
সেই হতে হে মানসী আমার
তুমি নিলে ভয়ংকর চন্ড রূপ!
তোমার বিরহ প্রেমে পুড়ে হই ছাই
গন্ধ বিলাই সাঁঝের বেলার ধুপ।
অসুন্দর আমি তবুওতো ভালবাসি
মহাসাগরের ঢেউয়ের মত বারে বারে
আমি তোমারই চরণে ফিরে আসি
তুমি ফিরাও রূপের অহংকারে ।
রূপ লাবণ্যে শতদল দেখো
পঙ্ক থেকে জন্ম তাই পঙ্কজ
অসুন্দর আমি বাহিরের আবরণ
প্রেমযে আমার শুদ্ধ, নয়তো কামজ।
তোমারই প্রেমে বিরহের গানে
আমি মহা মিলনের সুর সাধী
আমার নয়ন ধারা মুক্তা রূপেগো
তোমার সুখের বাসর বাঁধি।
আমি মুসাফির তোমার চলাার পথে
আগে আগে চলি ফুলের পশরা নিয়ে
রাঙা ও চরণে কাটা বিধে যদি
গালিচা বানাই বুকের জমিন দিয়ে।
তবুও তোমার ঘৃনা আর অবহেলা
আমি অসুন্দরে দিলে শুধু কাটা
হৃদয়ে তাই বয়ে চলে ঝড়
নয়নে অশ্রু ফোটা ফোটা।
অসুন্দরের পরশে তোমার সখি
দেখেছি তোমার মহা ক্রোধ
এসেছিগো প্রিয়ে তোমার সামনে
বেদনা ঘায়ে নাও প্রতিশোধ।
প্রেমিক নয় ভীরু কাপুরষ
উপহার নাও আমার অবোধ প্রাণ
গেয়ে যাব তবু হে মানসী আমার
তুমি সুন্দরের স্তব গান।
সুন্দর তারে ভালোবাসে সবে
অসুন্দরে কে ভালবাসতে পারে?
অঁলিযে কালো তবুতো সে
রঙ্গীন ফুলে ফিরে বারে বারে ।
তুমি সুন্দর তাই ভালবাসলে না
জানিতো তোমার রূপের গৌরব
ফুল সেতো দেখিযে আকারে
দেখোকি তার লুকানো সৌরভ!
আমি অসুন্দর তাই জনমে জনমে
জানাই সুন্দরে প্রেম প্রনতি
নাই দিলে প্রেম না বাঁধিলে বাহুডোরে
অক্ষয় প্রেমে নাই কোন ক্ষতি।
সুন্দর শুধু ভালবাসা পায়
ভালবাসে সেতো অসুন্দর
হরনকারীই বড় হয় কেনো
অসুন্দরে বিরহ বাসর।