স্বপ্ন প্রজাপতি
লাকী ফ্লোরেন্স কোড়াইয়া
প্রসারিত দৃষ্টিতে ধরা দেয়
উদারতার প্রতিমা নীলাকাশ,
একরাশ সাদা-নীল স্বপ্ন ভাসে
ধরা ছোঁয়ার বাইরে-
তবুও ভাবতে ভাল লাগে।
ছুটে যায় সাদা নীল স্বপ্নতরী
ছুটে যাই আমি,
ছুঁই ছুঁই… তবুও ছোঁয়ার বাইরে,
যত ছুটে যাই,
ততই খুঁজে পাই-
জীবনের অজানা তত্ত্ব।
এলোমেলো হাওয়াতে
দিক বিদিক হয় স্বপ্নের অণু,
ছড়িয়ে পড়ে আকাশ জুড়ে
তারা,নক্ষত্র হয়ে নিভে জ্বলে
আঁধারের শূন্যতায় চলে নজরবন্দী লুকোচুরি।
হাত বাড়াই,ধরা দেয়
দু’হাতের তালুতে আটকে রাখি
জোনাকিপোকার মত,
মুঠো খুলতেই উড়ে যায়
উজ্জ্বল আলোর দ্যোতি ছড়ায়ে
স্বপ্নেরা পাখা মেলে
রঙিন প্রজাপতি হয়ে,
ধরা দেয়,বাঁচতে শেখায়
জীবন গড়তে শেখায়-
ভালোবাসতে শেখায়।