হিসেবের খাতাটা কষ্ট দিচ্ছিলো
আনজানা ডালিয়া
ছিঁড়ে ফেলেছি জীবনের হিসেবের খাতাটা
খাতাটা বড্ড কষ্ট দিচ্ছিলো
চোখে পড়লেই কষ্টগুলো যেন আমায় ভেংচি কাটতো,
চোখ টিপে হাসতো,
তাই খাতাটাই ছিঁড়ে খুঁড়ে দিয়েছি।
কষ্টগুলোর সাথে আমার ঝিমিয়ে পড়ার হলো দারুণ সখ্যতা।
কিছু কষ্ট জমা রেখেছি আয়নার কার্ণিশে রাখা কালো টিপটাতে
কষ্টগুলো যেতেই চাইলোনা
সেঁটে রইলো কালো টিপটাতে।
কালো টিপটা হেসে কুটিকুটি
হয়তো বলছে আমাকে তাড়াতে পারোনি,
তোমার কষ্টগুলো বুকে নিয়েই তোমার কপালে চড়ে বসবো।