“হিসেবের খাতাটা কষ্ট দিচ্ছিল ”কবিতাটি সৃজনশীল লেখনির আলোয় আলোকিত করেছে তারুণ্যের কবি আনজানা ডালিয়া ।

624
তারুণ্যের কবি আনজানা ডালিয়া

হিসেবের খাতাটা কষ্ট দিচ্ছিলো

                                         আনজানা ডালিয়া

ছিঁড়ে ফেলেছি জীবনের হিসেবের খাতাটা
খাতাটা বড্ড কষ্ট দিচ্ছিলো
চোখে পড়লেই কষ্টগুলো যেন আমায় ভেংচি কাটতো,
চোখ টিপে হাসতো,
তাই খাতাটাই ছিঁড়ে খুঁড়ে দিয়েছি।
কষ্টগুলোর সাথে আমার ঝিমিয়ে পড়ার হলো দারুণ সখ্যতা।
কিছু কষ্ট জমা রেখেছি আয়নার কার্ণিশে রাখা কালো টিপটাতে
কষ্টগুলো যেতেই চাইলোনা
সেঁটে রইলো কালো টিপটাতে।
কালো টিপটা হেসে কুটিকুটি
হয়তো বলছে আমাকে তাড়াতে পারোনি,
তোমার কষ্টগুলো বুকে নিয়েই তোমার কপালে চড়ে বসবো।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here