ভারত থেকে কবি সোনালী মন্ডল আইচ এর এক ভিন্নধর্মী জীবন ছোঁয়া কবিতা “আলপিন ”

579
“পদচিহ্ন ”কবিতাটি লিখেছেন ভারত এর কবি মৌসুমী মিত্র
ভারত থেকে কবি সোনালী মন্ডল আইচ

আলপিন

               সোনালী মন্ডল আইচ

সে এক বন ছিল বটে
আকাশ ঢেকে রাখত ডালপালায়
সেখানে হরেক সবুজের ছয়লাপ
মাঝখানে চিরন্তনী নদী টলটল

কিন্তু লোভীদের বন ভোজন
চলছে তো চলছে, থামেই না
তারপর একদিন খেয়ে নিল
বেবাক বন , কী মারাত্মক ক্ষিধে !

কাঠঠোকরা ঠোঁট নিয়ে চিন্তায় পড়ল
মনে একতারা বাজে বাউলের
এলোমেলো হতে থাকল সব
উজানমুখী কেউ নেই কোথাও

এলোনা কেউ স্রোত ডিঙিয়ে যেতে
কেবল খয়রা মাছ বলল —
“উজান কোথায়?, এ তো কাদাজল –
শুঁকে দেখ এখানে মৃত্যুর গন্ধ …”

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here