সময়
***নাসরিন জাহান মাধুরী
জীবনের সব দেনাপাওনা সুদআসলে বুঝিয়ে দিয়েছি
পারিনি বুঝাতে শুধু সময়ের হিসেবটুকু
যে সময়টুকূ ভাগ করেছিলাম সে,আমি তুমি আমরা মিলে–
ফেলে আসা সময়কে ভাগবাটোয়ারা করা যায় না–
যায়না আগামীকেও —
কষ্টের ভাগাভাগিতে একতরফা রয়ে গেলাম–
হয়না যেমন ভালোবাসার ভাগ বাটোয়ারা
কিংবা ঘৃণা আর আত্মকেন্দ্রিকতার–
এসব নিজেরই থাকে একান্ত আপনে, সংগোপনে–
তাদের লালন করে করে পারি দিই সময়ের নদী
নদী তীরে আচম্বিত অন্তিম বাহন।