“বাবার আশীষ’
হামিদা পারভিন শম্পা
~~~~~~~~~~~~~~
বিয়ে দেবার নাম করে দিলে
বাবা আমায় পর করে,
এতো আনন্দ ও আলোর মাঝে
তোমায় বাবা মনে পরে।
ঘুম ভেংগে রোজ দেখতে বাবা
তুমি আমার মুখ,
আমায় তুমি না দেখলে বাবা
ভিজে যেতো চোখ।
এখন তো আমি অনেক দূরে
ছেড়ে এসেছি তোমায়,
ঘুম ভেংগে তুমি এখন কি বাবা
খুঁজে ফিরো আমায়?
শ্বশুর বাড়ি সবাই আছে স্বামী –
শ্বশুর, শাশুড়ি আর দেবর,
তবু কেন বলো বাবা আকুল হই
পেতে তোমার খবর?
আসার পথে হাতটি ধরে তুমি
বললে মাগো শোন,
শ্বশুর ঘরে থাকতে হয় মা
বউদের অনেক গুণ।
শ্বশুর -শাশুড়ি কে মা তুই বাবা-
মায়ের সম্মান দিবি,
স্বামীর আদেশ সব সময় তুই
মাথা পেতে নিবি।
তোমার আশীষ নিয়ে বাবা আমি
শ্বশুর বাড়ি আসি,
তোমার দোয়ায় তোমার মেয়ে
সবাইকে নিয়ে খুশি।।