“অগস্ত্য যাত্রা ” কবিতাটি লিখেছেন প্রতিভাধর কবি __ছন্দা দাশ ।

521
“অগস্ত্য যাত্রা ” কবিতাটি লিখেছেন প্রতিভাধর কবি __ছন্দা দাশ ।
কবি __ছন্দা দাশ ।

অগস্ত্য যাত্রা

                           ছন্দা দাশ

সারাবাড়ি জুড়ে স্মৃতির ছাপ রেখে গেছ
শুধু তুমি নেই , এটাই পোড়াচ্ছে সমস্ত সকাল।

স্মৃতির অদৃশ্য দিনগুলো এখন ভেসে বেড়ায়
সমস্ত বাড়ি,মন আর উঠোন জুড়ে ।

তোমার টাঙানো ঘড়িটা ঢং ঢং করে সময়
জানিয়ে যায় আজো।
খুব পছন্দ করে কিনেছিলে‌ পুরোনো ঘড়ি
মার্কেট থেকে।
আমি নির্বাক সময়ের সাক্ষী হয়ে থাকবো
কতোকাল? কতোদিন স্মৃতির তর্পনে
ভাসাবো দুঃখের ভেলা?

আমার বাগানে আবার মুকুল এসেছে।
অতিথি পাখির দল আবার আসছে
ফিরে।
পুজোর গন্ধ এসে লাগে নাকে।
ঢাকের আওয়াজ শুনতে পাই তখন
বহুদূর থেকে।
শুধু তুমি শুকনো পাতার মতো
উড়ে গেছো। ফিরে আসার সমস্ত
সম্ভাবনাকে বন্ধ করে দিয়ে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here