ওপার বাংলার কবি কেয়া সরকার গুহ রায় এর কবিতা “জীবনও আজ কমার্শিয়াল”

458
কেয়া সরকার গুহ রায় এর কবিতা “জীবনও আজ কমার্শিয়াল”

জীবনও আজ কমার্শিয়াল

                              কেয়া সরকার গুহ রায়।

ভঙ্গুর জীবন একপেট অন্ধকার গিলে ছুটির ফাঁদে।
কর্মহীন গ্রাস উচ্ছিষ্ট প্রত্যয়ী সূর্য।
প্রলাপের মেলায় জীবন একঘাটে জল খাওয়া ভবঘুরে।
স্বাস্থ্য, শিক্ষা,,জীবনও আজ কমার্শিয়াল।
জনপদ জুড়ে জীবিকা বাঁচাও,, নীরব পদাতিক স্লোগান।
বাসের লাইনে সুযোগ সন্ধানী মৃত্যু, অদৃশ্য পকেটমার।
নির্ভরতার হাত ঠান্ডা ঘরে মুখোশমুখী মুখোশের আড়ালে,
বাতানুকূল ব্যস্ততার উর্দিতে।
ছাড় দেওয়া রাণওয়ে গুলো অস্তগামী ইথিওপিয়া।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here