নন্দিনী
~~~~
শামসুন নাহার
~~~~~~~~
নন্দিনী তোমার কান থেকে
ফোনটা সরিয়ে নাও,
আমার বড় হিংসা হয়
ওখানে থাকে আমার ওষ্ঠদ্বয়।
নন্দিনী তোমার কপাল থেকে
এলোমেলো কুন্তল সরাও,
আমার বড় হিংসা হয়
ওখানে থাকে আমার ওষ্ঠদ্বয়।
নন্দিনী তোমার দু’লোচন বন্দ করো
আমি ছুঁয়ে দিই নেত্র পাতা,
তুমি আধো ঘুমে জড়িয়ে নিও
তোমাতে আমাতে হবেনা কোন বাধা।
নন্দিনী তোমার কুন্তল খুলে দাও
বাতাসে উড়ুক প্রেম তা না না,
আমি চুলের ঘ্রানে প্রাণ পাই
শিহরিত হয়ে যাই আনমনা।
নন্দিনী তোমার দু’হাত বাড়িয়ে দাও
আমি হেঁটে যাবো ঐ দুর গগনে,
তোমার চুড়ির রিনিঝিনি শব্দে
বাঁধবে মন চুম্বক আকর্ষণে।
নন্দিনী যদি যমুনাই যাই
তুমি হইও রাধা,
কৃষ্ণের বাশরী হাতে নিয়ে
আমি পড়বো বাঁধা।