সোনামুখি সময়
ফাহমিদা ইয়াসমিন
আমরা আতেলের মতো ইস্যু খুঁজে বেড়াই
যখন সামনে যা পাই তাই নিয়ে ঝাপিয়ে পড়ি
সেটা ভালো বা মন্দ তার গুণ বিচারে হই না মগ্ন।
আমরা উপোস থাকা পাশের বাড়ির এতিমের খোঁজ নিতে অপারগ
যোগাযোগ রাখতে চাই না ছেড়া কাপড় পরা মানুষের
কারো কাঁধে হাত রাখতে চাই না মমতার পরশ মেখে
অথচ, এসব যখন ইস্যু হয় তখনই সাধু সাজতে উৎসুক যেন।
এখনতো বিবাহ নিয়েও আমরা মেতে থাকি দিবারাত্রি
কিন্তু গোপনে সম্ভ্রম নষ্ট করে পরকীয়া করলে
তাতে ছি ছি ছি বলে মুখরিত হই।
আমরা ভালোমন্দকে এখন হিসেব করতে প্রতিবন্ধী যেনো
শুধু গন্ধ শুকে কাটাই জীবনের সমস্থ সোনামুখি সময়।