বিশ্বাস
রহিমা আক্তার রীমা
জ্যামিতি শিখতে গেলে স্বতঃসিদ্ধ বিষয়কে
বিনা যুক্তিতে বিশ্বাস করতে হয়,
যার দৈর্ঘ্য,প্রস্থ,উচ্চতা নেই কিন্তু অস্থিত্ব আছে
সামান্য বিন্দুর উপর বিশ্বাস স্থাপন করে-
প্রতিষ্ঠিত হয় জ্যামিতি।
তেমনি সম্পর্কে বিশ্বাসের উপর ভর করে-
টিকে থাকে সম্পর্কের অস্থিত্ব।
বিজ্ঞানে যেমন অনু,পরমানু,ইলেকট্রন
বিনা শর্তে মেনে নিতে হয় বিশ্বাসে।
কোন কিছু বিশ্বাস করতে গেলে যুক্তি নয়
বিশ্বাসটা আসল,
ইসলামের মূল ভিত্তি হলো বিশ্বাস
বিশ্বাসের অপর নাম ভরসা
আর ভরসায় টিকে থাকে অস্থিত্ব
কাউকে বিশ্বাস করা মানে-
কারও অস্থিত্ব অনুভব করা।