তারুণ্যের কবি আয়েশা মুন্নি এর আবেগ, ভালোবাসার জীবন ছোঁয়া অসাধারন কবিতা “আত্মার স্বাধীনতা ”

575
তারুণ্যের কবি আয়েশা মুন্নি এর আবেগ, ভালোবাসার জীবন ছোঁয়া অসাধারন কবিতা “আত্মার স্বাধীনতা ”
তারুণ্যের কবি আয়েশা মুন্নি

আত্মার স্বাধীনতা

                               আয়েশা মুন্নি

কত অজুহাতে কত বাহানায় কতবার
যে তোমার শরীর স্পর্শ করেছি,
তোমার হৃদয়কে স্পর্শ করবো বলে।
ধ্যানমগ্ন হয়ে সুদূর কান পেতেছি,
যদি শুনতে পাই তোমার হৃদয় দল তারে টুং টাং সুর।

প্রতিবারই ব্যর্থ মনোরথে ফিরে এসেছি,
মেঘভাঙ্গা করুন সুর শুনে।
আশাহত ভাবালোকে তখন বেজেছে বিরহী ভায়োলিন।
কতবার যে ভুল করে ভুলে গেছি
আমার সাজানো স্বপ্নের বাগান জুড়ে, তুমি পুঁতেছ বেতফুল।

দিবালোকে স্বপ্ন বুনেছি
নোটন খোঁপা সাজাবো রক্ত কবরীতে।
নক্ষত্র পতনের উল্কো ফুলে
ভরেছি আমার আঁচল।
ভালবাসার বিনিময়ে ভালবাসাই চেয়েছি,
বিশ্বাসে চেয়েছি আত্মার স্বাধীনতা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here