“এক বিশ্বাস ঘাতকের কাহিনী ” কবিতাটি লিখেছেন আমেরিকা থেকে কাব্য ভারতী কবি সাহানুকা হাসান শিখা

922
“এক বিশ্বাস ঘাতকের কাহিনী ” কবিতাটি লিখেছেন আমেরিকা থেকে কাব্য ভারতী কবি সাহানুকা হাসান শিখা
কাব্য ভারতী কবি সাহানুকা হাসান শিখা

এক বিশ্বাস ঘাতকের কাহিনী

                                সাহানুকা হাসান শিখা

বিশ্বাস ঘাতক মৃত্যু শয্যায়
বিশ্বাস ঘাতকতাই করে যায়।
তার কাছে নেই আপনজন,
লোভই তার চিরন্তন।
টাকার চাহিদা মিটে না তার,
কুজনে পাতে হাত, নেই দিন নেই রাত।
ভণ্ডামি করে চলে আমরণ,
কঠিন অসুখে ভোগে,হয় না মরণ।
তারপরও লোভে সে করে অন্যায়,
মনে তার পাপ,তাই ন্যায় ভুলে যায়।
সহজ সরল বন্ধুর সাথে করে প্রতারণা
যৌবনের জ্বালায়,হয়ে উঠে হন্যা।
ডেঙ্গুর মত বিষাক্ত সেই নারী,
কেড়ে নেয় আরেক নারীর শাড়ি।
তাকে কখনও যায় না করা ক্ষমা
সে এক কুলাঙ্গার কুজন্মা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here