লিথোগ্রাফিক
রেবেকা রহমান
তোমাকে আঁকবার মগ্নচৈতন্য
কখন যে দাঁড়ালাম ভ্যানগগের প্রকৃতি ছায়ায়
লিথোগ্রাফিক হৃদয় তোমার!
তরুপল্লবে সাজাবো ভেবে যে চিত্রপট আমি লিখেছি
তারই বিমুর্ত রূপে নিজেকে রুপান্তর করলাম কতবার…!
সকল শিল্প ভেঙে তোমারই অনুষঙ্গ হতে চেয়েছি
শতবার, শতভাগে
স্বয়ংসম্পুর্ন হতে পারিনি কেন?
অনাহুতের মত
খোদাই করে গেছি সে এক পাথুরে হৃদয়…




















