বাংলা সাহিত্যের অন্যতম সারথি কবি- রেবেকা রহমান’র নির্বাক অন্তরের কবিতা “নীরবতা”

280
বাংলা সাহিত্যের অন্যতম সারথি কবি- রেবেকা রহমান’র নির্বাক অন্তরের কবিতা “নীরবতা”

নীরবতা
রেবেকা রহমান

কোমায় চলে যাওয়া মুখের উপর
আছড়ে পড়লো শৈশবের ছায়া
শুনেছি মধ্যবয়সে ছেঁড়া ছেঁড়া মেঘের মতো
ভর করে স্মৃতিকাতরতা!

কী নৃশংস নিস্তব্ধতায় ম্লান হয়ে আছে চঞ্চল মুখ –
যেন অগুনতি তরঙের ভয়াল নীরবতা
ক্রমাগত বেড়ে ওঠা আমরা
কেমন হারিয়ে ফেলছি ক্রোড়!

চোখের জল মুছতে মুছতে ছড়িয়ে যাচ্ছি ব্যস্তজীবনের ঢেউ —

একরাশ নীল আকাশের ক্যানভাসে হাত বুলাচ্ছে ঈশ্বর..
আজ এতোদিন পর ঘুম পাড়াচ্ছে কেউ
আজ এতোদিন পর হাতড়াচ্ছি ছেলেবেলা
আজ এতো এতো দিন পরে চশমাপরা স্বপ্নে
মায়ের মুখে কোমার বিষন্নতা…

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here