নীরবতা
রেবেকা রহমান
কোমায় চলে যাওয়া মুখের উপর
আছড়ে পড়লো শৈশবের ছায়া
শুনেছি মধ্যবয়সে ছেঁড়া ছেঁড়া মেঘের মতো
ভর করে স্মৃতিকাতরতা!
কী নৃশংস নিস্তব্ধতায় ম্লান হয়ে আছে চঞ্চল মুখ –
যেন অগুনতি তরঙের ভয়াল নীরবতা
ক্রমাগত বেড়ে ওঠা আমরা
কেমন হারিয়ে ফেলছি ক্রোড়!
চোখের জল মুছতে মুছতে ছড়িয়ে যাচ্ছি ব্যস্তজীবনের ঢেউ —
একরাশ নীল আকাশের ক্যানভাসে হাত বুলাচ্ছে ঈশ্বর..
আজ এতোদিন পর ঘুম পাড়াচ্ছে কেউ
আজ এতোদিন পর হাতড়াচ্ছি ছেলেবেলা
আজ এতো এতো দিন পরে চশমাপরা স্বপ্নে
মায়ের মুখে কোমার বিষন্নতা…