তুমি আসবে
হোসনে আরা রিতা
তুমি আসবে বলে
বিকেলটা সাজিয় রেখেছি
তোমার জন্য,
তুমি আসবে বলে।
জীবনের রং লাগিয়েছি
কখনো লাল, কখনো নীল,
কখনো মুক্ত পাখির মতো,
কখনো আবার,
চুপসে যাওয়া ফুলের মতো।
হারিয়ে যায় গোধূলি লগ্নে
কত চেনা পাহাড়ি ফুলের মতো,
থেকে যায় শুধু অনাবিল সুখ
আমি চাতক বারি মত।
জানালার গ্রীল ধরে
চুপচাপ বসে,
পবণ খেলছে লুটিপুটি
আপন মনে ,
হালকা হাওয়া দেয় যে মনে ।
উদাসীনতা কাজল কালো চোখে
ফুরফুরে সিন্ধ সবুজের সমারোহে,
সুন্দর দিগন্তরেখা অসহনীয়
কল্পনা প্রাণ কাড়ে হৃদমাঝে।