কবি- দিলু রোকিবা এর অনন্য সৃষ্টি কবিতা “বাউরী বসন্ত ”

472
কবি- দিলু রোকিবা এর অনন্য সৃষ্টি কবিতা “বাউরী বসন্ত ”
তিভাধর কবি__দিলু রোকিবা

বাউরী বসন্ত
________/
দিলু রোকিবা

আমার কাননে সবুজ ফিকে নব কিশলয়,
বুনো ফুলেরা ছড়াচ্ছে ঘ্রাণ –আহা মধুময় …
গুণ গুণ ভ্রমরের গুঞ্জন ,
কি তনু-মন অনুরণ ..
নির্ঝর বসন্তের প্রকৃতি,
এক অজানা মৌসুমী অনুভূতি!!
আজি বসন্ত জাগ্রত দ্বারে —
ঠিক দুবছর পরে..
মনের আকুলতা সজীবতা মরেনি,
সেই যে উন্মাদ–
পেতে চায় শুধু ঐ প্রণয়ের স্বাদ!!
এই ভরা বসন্তে — প্রেমের বীণা বাজে শতো সুর লয়ে,
কি যেন ছুটোছুটি করে মন – উদাস হয়ে..
বাইরে দক্ষিণা ফাগুনের পবন,
তাইতো কবিদের মন আজ বড্ড শিহরণ…
কোথায় আছো মন মহুয়া এসো কোকিলের কুহুক
তানে,
এই বর্ণিল বসন্তে রাঙ্গাবো তোমার দর্শনে!
গৌধূলীর সূর্যের লাল আভায়,
আমার ফিকে সবুজ পৃথিবী ধূসর হয়ে ছা’য়
মনে পড়ে সব আলাপন–
বসন্তের বাউরী বাতাসে দোল দেয়
সাঁঝের বেলা আলো– আঁধারী জোনাকি লীলা!!
হৃদয়ের দ্বার খুলে দিয়েছি ঐ রাধা চূড়ার আগুনে..
ঠিক ঐ আলোয় — বলবো কথা,
নিরিবিলি দুজনে!!

Content Protection by DMCA.com

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here