দৈনিক আলাপ সাহিত্য ডেস্ক: বাংলা একাডেমি কর্তৃক আয়োজিত অমর একুশে গ্রন্থমেলা ২০২০ উপলক্ষে গতকাল মোড়ক উন্মোচন হলো বাংলাদেশ সাহিত্য পরিষদের কাব্যগ্রন্থ আমাদের কাব্যকথার।
এ সম্পর্কে সংগঠনটির প্রতিষ্ঠাতা সভাপতি নাঈম মাহমুদ মিথেল দৈনিক আলাপ কে বলেন,আমাদের প্রাণের সংগঠন বাংলাদেশ সাহিত্য পরিষদ। সত্য ও সুন্দরের জন্য সাহিত্য স্লোগান নিয়ে যার যাত্রা শুরু হয়। যাত্রাপথে সংগঠনটি চেষ্টা করেছে আপনাদের অনেক সুন্দর সুন্দর কাজ উপহার দিতে। বা.সা.প. অমর একুশে গ্রন্থমেলা ২০২০ উপলক্ষ্য নিয়ে এসেছে তার প্রথম কাব্যগ্রন্থ “আমাদের কাব্যকথা”।
বইটি সম্পাদনা করেছেন সংগঠনের সাধারণ সম্পাদক জেসমিন জাহান ও উপদেষ্টা সামশুর আরেফীন ।
মোড়ক উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের প্রধান উপদেষ্টা ড.হাসিনা ইসলাম সীমা,সহকারী অধ্যাপক ও বিভাগীয় প্রধান রেজাউল করিম রেজা,তৌহিদ হোসেন মজুমদার,নূরীয়া নূর,রাজিয়া সুলতানা,শিউলি আখন্দ,ফরিদা ইয়াসমিন,কবি আসাদ উল্লাহ সহ আরো অনেকেই।
বইটিতে স্থান পেয়েছে মোট ৪১ জন কবির কবিতা যারা বিভিন্ন ভাবে সংগঠনটির সাথে যুক্ত আছেন।
একটি কাজে কিছু ভুল-ত্রুটি হতে পারে তবে আমরা চেষ্টা করেছি আপনাদের একটি নির্ভুল কাজ উপহার দিতে।
পাঠক- যারা বই পড়তে ভালোবাসেন, কবিতা ভালোবাসেন তারা বইটি সংগ্রহ করতে পারেন পাতা প্রকাশনী ৫৬২ স্টল থেকে।
( যাদের কবিতা প্রকাশিত হয়েছে তাদের বইটি কেনার অনুরোধ রইলো।)