কালো শাড়ি
অর্ণব আশিক
( ইশরাত জাহান এমিল-কে)
কালো বর্ণিল শাড়িটি শরীর ঘেসে মিশে আছে প্রেমিকের মত ঘন হয়ে
শরীর থেকে উড়ে আসা হরিণ নাভির ঘ্রাণ
পারফিউমের মত ভেসে বেড়ায় এদিক ওদিক
শাড়ীর আঁচলের ভাজে ভাজে বিষন্নতা
লিরিক্যাল কবিতার পঙক্তি হয়ে উড়ে
দিগন্ত রেখায়
তুমি বসে আছো ঘাস গালিচায়।
বিকেলের রোদ গোধূলির রং খোঁজে
দীর্ঘ বুননে ঠাসা তোমার কালো শাড়ির বাতাস ছোঁয়া ডানায়
মেঘ রচিত পঙক্তিমালা উড়ে যায় আকাশে
ঘাস ফড়িং কুড়ায় কিছু মুগ্ধতা তোমার পা ছুঁয়ে কচি ঘাসের মখমলে
তোমার বসে থাকা শুধুই ক্ষতচিহ্ন এই বিকেলের রোদে,
সম্পর্ক আজকাল মৃতছায়া ইলিশের ঘ্রাণ,
লাল নীল জিজ্ঞাসা সুনির্দিষ্ট বেদনা ফলক।