পাড়ার লোক
তুলোশী চক্রবর্তী
__________
খবরে দেখি প্রায়শই আজকাল
করোনার ভয়ে পাড়ার লোকের নির্দয় গালাগাল,
দেখো একটু বাঁচার আশা নিয়ে প্রবাসী ফিরছে বাসায়
পাড়ার লোকের ভয়ে সে কিনা গাছেতে রাত কাঁটায়,
জানতাম আমি প্রতিবেশী বন্ধুসম শুভাকাঙ্খী হয়
একের সুখে দুখে অপরে পাশে রয়,
যাদের জন্য বেঁচে আছে তোমার দেহে প্রাণ
সেই নার্স পুলিশ ডাক্তারদের তোমরা করছো অপমান?
যারা না ভেবে নিজের জীবনের কথা
দিচ্ছে অবিরত তোমায় সুস্থতা,
তাদেরি দেওনা কেন নিজ বাড়িতে ঢুকতে?
লজ্বা হয়না এ দুর্দিনে তাদের সঙ্গে কলহ করতে?
সেবাই যাদের কর্ম সেবাই যাদের ধর্ম
নররুপী কলঙ্ক তোমরা বুঝতে শিখো তাদের মর্ম,
আর কোরোনা নষ্ট অন্যজনের সুখ
বিনাদোষে আর বিদ্ধ কোরোনা অপরের বুক,
নয়তো তোমার জীবন হবেই একদিন বরবাদ
অপরের সুখের সংসারে আর কোরোনা আঘাত।