নিরব পৃথিবী
এ এইচ জিহান মৃধা
আজ পৃথিবী টা নিরব নিস্তব্ধ,
নেই কোনো হাক ডাক জনস্রোত।
শুধু হাহাকার আর চিৎকার,
বাঁচতে চাই বাঁচতে চাই।
কেউ আজ বাহিরে বের হতে চায় না,
সবাই থাকে গৃহে বন্দী।
মাঠের ছেলে গুলো মাঠ ছেড়েছে,
নিজেকে করেছে বন্দী।
জুয়াকারী জুয়া ছেড়েছে অশ্লীলতা নারী,
নেশা গ্রস্থ হয়ে এখন কেউ ফেরে না বাড়ী।
বকাটে ছেলে গুলো রাস্তা ছেড়েছে,
উত্ত্যাক্ত হয় না নারী।
শব্দ দূষণ বায়ু দূষণ নেই আর এখন,
কলকারখানা সবই বন্ধ সড়ক বন্ধ গাড়ী।
আকাশ বন্ধ নদী বন্ধ বন্ধ ঘরে আমি,
স্তদ্ধ আজ সারা বিশ্ব এলো মহামারী।
পার্ক গুলো আজ সবই বন্ধ, বন্ধ হলো সী বীচ।
হোটেল মোটেল ঝুলছে তালা নিরব নিস্তব্ধ সবই।
নেই কোনো পর্যটক নেই দর্শনার্থী,
শুধু দাড়িয়ে আছে নিথর পৃথিবী