প্রিয় মুখের বর্ণিল বর্ননায় নাঈম মাহমুদ মিথেলের অনবদ্য অনুভূতির কবিতা “জিমি তানহাব ”

525

জিমি তানহাব

                নাঈম মাহমুদ মিথেল

——————————-
তোমার মুখ দেখলেই তৃষ্ণার্ত এ হৃদয় পাণকরে যেন আবেহায়াত,
শত ব্যথা ভুলে যাই যখন তাকাই তোমার নূর মাখা ও মুখে।
মুখে তোমার কহিনূরের ঝলকানি,
বিজলী চমকায় মনে, আমি শিহরিত হই যখন দেখি তোমার ও প্রিয় মুখ।
কি সুনিপুণ কারুকার্যে তৈরি করেছেন বিধাতা তোমার ঐ সুন্দর সুদ্রি মুখ।
তোমার আয়তোলোচনের প্রেক্ষণে মনে জাগে দ্রাক্ষার নেশা,
চেয়ে চেয়ে দেখি শুধুই তোমার ও মোহনীয় মুখ।
তোমার মুখের জেল্লায় মেশা যেন জান্নাতি খুশবু,
শত ক্লান্তি দূর করে দেয় এক চাহনিতেই।
তোমার ও মুখেই সব শান্তি-প্রাশান্তি সুখের খনি তৃষ্ণার পানি,
আমি শুধু এ টুকুই জানি,
শারাবান তাহুরার নহর তোমার ও মুখেই।
তোমার মুখ খুন ঝরায়, পোড়ায় চোখ
মুখখানি খানিক রসময় রহস্যের ইন্দ্রজাল
প্রবাহিত জলের মতো শান্ত
বর্ষা নয় শীতের আবেশ মাখা নদীতে মৃদু দোলায়িত
পাল তোলা নৌকো যেন।
তোমার মুখ দেখে ছোটে চলে,
গড়ে তুলতে পারি প্রেমের সাম্রাজ্য।
তোমার হাসি মায়াবী স্বভাব ,
তুমি স্বর্গ নারী জিমি তানহাব।
তোমার মুখে হাসি এনেদিতে গুড়িয়ে দিতে পারি বাইজেন্টাইন সাম্রাজ্য।
কখনো মলিন করোনা ও মায়াবী মুখ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here