“মঙ্গলময় ভোরের প্রতীক্ষায়”
জেসমিন জাহান
রাতের আঁধারে নিয়ন আলোয় যে শহরে
একদা খুঁজেছি চাঁদের স্বচ্ছ আলোর কণা
জনকোলাহলেও পেয়েছি নির্জনতার মুক্তি
গাঢ় পিচঢালা পথ ধরে হেঁটে গেছি বহুদূর।
বাতাসের বুকে শুনেছি বৈশাখী আর্তনাদ
কৃষকের কপাল বেয়ে গড়িয়ে পড়া ঘামে
দেখেছি কর্মমুখর তপ্ত গ্রীষ্মের দারুন দুপুর
গাছের শাখায় সবুজ কিশলয়ের দাপাদাপি।
ব্যস্ত রাস্তায় কোথায় সে কিশোরের চাঞ্চল্য
ব্যাট হাতে সদর্পে ভাঙে যে জানালার কাঁচ
নদীর তীর থেকে গভীর জলে করে খেলা?
এক অমোঘ নিষেধাজ্ঞা বিরাজ করছে সর্বত্র
সবকিছু পর করে ঘরবন্দী করেছে তাকে
কী এক বিষণ্ণতায় ধূসর আজ পৃথিবীর চোখ
ক্লান্ত দুপুরে পাখির কন্ঠে একাকীত্বের সুর
বিবর্ণ বিকেল শোনে ঝরাপাতার সতর্ক শব্দ।
আবার আসবেই বর্ষ বরণের উচ্ছ্বসিত ভোর
কাকলী মুখর মধ্যাহ্ণের চমৎকার বেহাগ রাগ
নীলের প্রান্ত ছুঁয়ে সবুজ ছবি আবার আঁকবে
গোধূলির আবীর রঙে প্রকৃতির ক্যানভাস।
রাতের নিপাট আকাশে ফুটবে জোছনার ফুল
সারি সারি গাড়ির হেডলাইটে আলোকিত হবে
রাতের নগরী আর খুলে যাবে সদর কপাট
সমবেত প্রার্থনায় একত্রিত হবো ঐশ্বরিক সুখে।