অঙ্কুরিত প্রেম
____আসমা আক্তার
জলের মাঝে দাঁড়িয়ে,
ভাসমান জলজের এক তৃপ্ত সূর্য স্নান।
চোখের তারায় তাকিয়ে ,
করেছো পুরো পৃথিবী ম্লান।
বৃষ্টি ফোঁটায় ভালোবাসার স্বচ্ছ অবয়ব,
জ্যোৎস্না, এ যে তোমারই গৌরব!
ছাদের বাতাসে আধ ভেজা ওড়না,
লুকোচুরি বয়ে চলে পাহাড়ী ঝর্ণা।
অপেক্ষার বাগানে ফুলগুলোর দুষ্ট হাসি,
খোলা চোখের স্বপ্নগুলো বড্ড ভালোবাসি।
মাকড়সার মশারিতে লেপ্টে থাকা কুয়াশা,
হৃদয়ে উপলব্ধ শব্দহীন কিছু দুর্লভ ভাষা।
শুনেছি মেঘলা আকাশও সূর্যের খেলা,
শূন্য আঙুলে বসেছে কিছু জোনাকির মেলা।