মৃত্যু বাঁশি
শংকরী সাহা
কি খেলা খেলছো তোমার ভুবন মাঝে??
মানুষ আজ হতাশায় যায় না
কাজে—–
কোন পাপের শাস্তি পাচ্ছে ধুকে ধুকে??
মনোবল যায় হারিয়ে অশান্তির ছাপ বুকে।
লাশের মিছিলে ভরেছে দুনিয়া ভরে,
সেই লাশটা হয় যে কখন কার ঘরে……!!!
সেই মরণ আতঙ্কে মানুষ ভয়ে মরে—-
এ কোন মহামারি এলো ভুবন জুড়ে।
অফিস আদালত স্কুল কলেজ সব ছুটি,
কুলি মজুর কৃষক শ্রমিক পায়না ক্ষুদায় রুটি,
ঘরে থাকলে টাকার অভাবে না খেয়ে মরে…..!!
বাহিরে গেলে কাজে করোনায় ধরে।
অনিশ্চিত দিন সবার জীবনে পৃথিবীর বুকে,
কোন সুখ নেই কারো মনের মাঝে
সুখী মানুষ আজ ভবে দুঃখে থাকে—–
কখন যে কার জীবনে মৃত্যু বাঁশি বাজে।
ভঙ্গ হবে ভব লীলা যম এস ঘরের দুয়ার……!
তাজা মানুষকে করে লাশে রূপান্তর,
মৃত্যুর বাঁশির সুরের মানুষের নেই নিস্তার,
বিষের কাঁটা ছড়ায় করোনা পৃথিবী বিস্তার।।