“পেন্ডুলাম ” কবিতাটি লিখেছেন ওপার বাংলার কলমযোদ্ধা রত্নপ্রভা গাঙ্গুলী

396
“পেন্ডুলাম ” কবিতাটি লিখেছেন ওপার বাংলার কলমযোদ্ধা রত্নপ্রভা গাঙ্গুলী

পেন্ডুলাম ।

      রত্নপ্রভা_গাঙ্গুলী

বাউলি তে উড়ছে এক প্রান্তর থেকে আরেক প্রান্তর ,
কালিময় ধূসরে চড়ছে অদৃশ্য ঝড়।
আলাদীনের ম্যাজিক কাঠিতে ঝেরে ঝেরে,
চুপি চুপি রবিতনয় উঁকি মেরে দ্বারে দ্বারে।

গেঁটে বেঁধে রেখেছে আবিরের থলি,
ছিটিয়ে যায় কিছু ভোরে মুছিয়ে গোধূলি ।
পাতলা সোনালি চাদর ওরে যায় হাওয়ায়,
ধূসরিমায় পাতানো সারাবেলায়।

উচ্চস্বরে বেদবাক্য বেড়াচ্ছে অহরোহ,
ত্রেতা দ্বাপর কলি দেববানী সত্য।
দোরে দোরে টুকিটাকি খেলায় নেমেছে সিঁড়ি বেঁয়ো ,
পথ প্রান্তে পাহারায় কালি দহ।

অরণ্যে থেকে দীঘলে শুনশান পথে,
ছুটছে টিক টিক প্রাণ নিস্তব্ধে ক্ষত দুটো পা দানিতে।
অদৃশ্যে বিকট হাসি পিছু পিছু,
কে জানে কারা আল্লাভগবান বৌদ্ধ না যীশু।

হাহাকারে জীবন্ত পুড়ে অগ্নিদাবা নলে,
চুপি চুপি আঁকছে প্রকৃতির কোলে মৃত্যু মিছিলে।
দিবা নিশি বিভোরে যেন স্বপ্ন ভ্রম,
জাগতিক পৃথিবী জুড়ে দোলায়িত আজি #পেন্ডুলাম ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here