আমার নজরুল
বিশ্বজিৎ কর
আমার নজরুল শাওন রাতে
আজও স্মরণে আসে –
আমার নজরুল ফুলের বাগিচায়
বুলবুলির সুরে ভাসে!
আমার নজরুল খুকুর জগতে
কাঠবেড়ালির কথা বলে –
আমার নজরুল অকুতোভয়
বিদ্রোহের আগুনে জ্বলে!
আমার নজরুল নয়নের জলে
আঁচলে দেখে ফুল –
আমার নজরুল মোমের দেশে
খোঁজে মোমের পুতুল!
আমার নজরুল উর্দ্ধগগনে
শোনায় মাদলের আওয়াজ –
আমার নজরুল হুঁশিয়ার করে কাণ্ডারী ও সমাজ!