বিবাহ বার্ষিকী
শারমিন সিদ্দিকী
আমি তোমার মাটির বাড়িতে গিয়েছিলাম
হয়ে অশ্রু অন্তর ভেজা,
শুধু জানাতে তোমার আর আমার
বিবাহ বার্ষিকীর শুভেচ্ছা।
সেথায় গিয়ে দেখি—
মাটির ঘরে তুমি
পরম শান্তিতে আছো ঘুমিয়ে,
স্নিগ্ধ আলোয় আলোকিত ঘর
আমি দেখছি শুধু তাকিয়ে।
অনেক সময় দাঁড়িয়ে ছিলাম আমি
তোমার ঘরের পাশে,
তুমি কি দেখেছো আমায় প্রিয়–
একটু মৃদু হেসে?
বিবাহ বার্ষিকী বলে কথা—
আমি কী দিব তোমায়?
ভেবে ভেবে করি সারাদিন পার
পাই না কোন উপায়।
অবশেষে মনে পড়লো—
এবার পেয়েছি উপায়,
এমন জিনিস দেব তোমায়
যেন আল্লাহ থাকে সহায়।
দু’হাত ভরে তোমায় আমি
দিয়ে এলাম উপহার,
আশা করি এসব তোমার
হবে অনেক উপকার।
আশায় আশায় বসে আছি
তুমি কী দিবে আমায়,
অনুভবেই পেয়ে গেলাম আমি
তোমার উষ্ণ ছোঁয়ায়।