ওপার বাংলার কবি বিশ্বজিৎ কর এর কবিতা “কাছে এসো”

550
Doinik-Alap-Poem-Kobi-কবি-বিশ্বজিৎ-কর-Kobita-কবিতা-কাছে এসো
কবি বিশ্বজিৎ কর

কাছে এসো

বিশ্বজিৎ কর

আমাকে বিচ্ছেদের কথা বোলো না,
“চাই না বাঁচতে আমি প্রেমহীন হাজার বছর”!
এসো হাত ধরো, বিশ্বাসের শক্ত ভিতের উপর,
অবজ্ঞা কোরো না ভালবাসাকে –
ক্ষতবিক্ষত হৃদয় বড় বেদনাদায়ক!
আফশোষের বধ্যভূমিতে তোমার ফাঁসি হতে পারে, ভালবাসা ঠাহর করতে না পারলে –
উষ্ণতা অনুভব করো,শিহরিত হবেই!
একটু কাছে এসো, আরও কাছে……
ঐ দেখো, আকাশের বুকে কে যেন লিখে দিয়েছে-“তুমি যে আমার….! ”
তোমার তপ্ত নিঃশ্বাসের একটুকু ছোঁয়া লেগেছে,
প্রকৃতির খোলামেলায় ভালবাসার কবিতাগুলো চনমনে হয়ে উঠেছে!
এসো, আরও কাছে এসো!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here