কাছে এসো
বিশ্বজিৎ কর
আমাকে বিচ্ছেদের কথা বোলো না,
“চাই না বাঁচতে আমি প্রেমহীন হাজার বছর”!
এসো হাত ধরো, বিশ্বাসের শক্ত ভিতের উপর,
অবজ্ঞা কোরো না ভালবাসাকে –
ক্ষতবিক্ষত হৃদয় বড় বেদনাদায়ক!
আফশোষের বধ্যভূমিতে তোমার ফাঁসি হতে পারে, ভালবাসা ঠাহর করতে না পারলে –
উষ্ণতা অনুভব করো,শিহরিত হবেই!
একটু কাছে এসো, আরও কাছে……
ঐ দেখো, আকাশের বুকে কে যেন লিখে দিয়েছে-“তুমি যে আমার….! ”
তোমার তপ্ত নিঃশ্বাসের একটুকু ছোঁয়া লেগেছে,
প্রকৃতির খোলামেলায় ভালবাসার কবিতাগুলো চনমনে হয়ে উঠেছে!
এসো, আরও কাছে এসো!