স্নেহময়ী কন্যা
শারমিন সিদ্দিকী
স্নেহময়ী কন্যা-
করি দোয়া করি আশীর্বাদ
বুক ভরা সাহস নিয়ে
ভাঙো শত বাঁধ।
উড়তে শেখ পাখির মতো
ডানায় দিয়ে ভর
চলতে শিখ ঘোড়ার মতো
পায়ে দিয়ে জোড়।
রঙিন স্বপ্নে বুনো জাল
প্রজাতির রঙে
বাস্তবায়ন করো তুমি তা
ঐকিক নিয়মে।
যোগ্য মানুষ হয়ে তুমি
গড়ো ব্যক্তিত্ব
শিখিয়ে দিও তাদের যাদের
নেই মনুষ্যত্ব।
বিজয় নিশান উড়াও তুমি
স্বপ্ন পুরীর দেশে
ধরবে গলা জড়িয়ে আমার
বিজয়ের হাসি হেসে।
আজ তুমি কন্যা কাল তুমি
হবে জায়া, হবে জননী
তোমার কৃতিত্ব দেখে তখন
হাসবে সুখে ধরণী।
চলো এগিয়ে সামনে তুমি
ভয় করোনা আর
জিতবে তুমি উড়বে নিশান
মনে বিশ্বাস আমার।