রূপ ভুলা যে দায়
ফাহমিদা ইয়াসমিন
বৈশাখের রোদেলা দুপুর
নির্জন পুকুর ঘাট
বুলবুলি আর শালিক গুলো
বসিয়েছে মেলা হাট ।
শেষ হয়েছে শিমুল আর
কৃষ্ণচুড়া দিন
টুনটুনি আর বাবুই মিলে
নাছে তা ধিন ধিন ।
সন্ধ্যা মালতী গুলো
গোধূলি তে ফোটে
জোঁনাক পোকা তারই মায়ায়
হন হনিয়ে ছুটে ।
বাতাবীতে ফুল এসেছে
আহ কী মধুর ঘ্রাণ
তার মায়াতেই আকুল হলো
প্রজাপতির প্রাণ ।
সাদা গোলাপী বুনো ফুলে
ছেয়ে আছে বাঁশঝাড়
আকাশের সব তারা যেনো
লজ্জায় অপার ওপার ।
সুরভি ছরায় আমের মুকুল
পবন যেথায় যায়
বাংলা মায়ের বৈশাখী মেয়ে
রূপ ভুলা যে দায় !