অনলাইন গ্রুপ ” মহারানীদের হিজিবিজি” এর এডমিনদের আজ ৬ জন কলমযোদ্ধা-হোসনেয়ারা বেগম , রেবেকা রহমান , পপি ইসলাম ,মেঘলা জান্নাত , কানিজ ফাতেমা খুশী, ও রেবা হাবিব ,এর লিখা প্রকাশিত হল । “প্রণয়ের কারুকাজ”কবিতাটি লিখেছেন বাংলা সাহিত্যের অন্যতম সারথি -হোসনেয়ারা বেগম

533
“প্রণয়ের কারুকাজ”কবিতাটি লিখেছেন বাংলা সাহিত্যের অন্যতম সারথি -হোসনেয়ারা বেগম

প্রণয়ের কারুকাজ

———–হোসনেয়ারা বেগম
————————————–

মুছে দিতে চাও সব রঙ?
ক্ষতি নেই
জানো তো নারীও নদীর মত সাজে
বিরহে বর্ষায়।
তোমার কামুক স্পর্সে
যদিও ফিকে হয় বসন্ত রং
প্রভাতে আবার সবুজে সাজে
শিশিরে শয্যায়।
হেমন্ত যায় যদি যাক
শীতের শেষে এবার
বসন্ত এলে সাজবো ;
সাজাবো হৃদয় আবার।
সব রং প্রণয়ের কারুকাজ একান্তই আমার।
যেদিন ময়ূরাক্ষী নদী হবে দু’চোখ তোমার
অনুতাপে ভেসে যাবে সমুদ্র বন্দনায়
সেদিন নাহয় এসো
অমল স্পর্সে ছুঁয়ে দেব
উৎপল বাসনা তোমার।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here