“অনাবৃত সত্য ”কবিতাটি লিখেছেন সভ্যতা গড়ার অন্যতম সারথি কবি_সুবর্ণা ভট্টাচার্য্য।

579
“অনাবৃত সত্য ”কবিতাটি লিখেছেন সভ্যতা গড়ার অন্যতম সারথি কবি_সুবর্ণা ভট্টাচার্য্য।

অনাবৃত সত্য

             সুবর্ণা ভট্টাচার্য্য

সত্যের বসন সত্যের ভূষণ,
অসত্য পরে সত্যের বসন,
দূরের পথে দৌড়ে পালায়।
প্রকাশ্যে রাস্তায় অবলীলায়,
হেসে খেলে ঘুরে বেড়ায়।
সত্যের বসন;
অসত্যেকে করে রাখে শোভন।
কোনটা সত্য আর কোনটা অসত্য?
সত্যরূপী অসত্যেকে!
কেউ কী চিনতে পারে?
ক্রুদ্ধ হয়ে নগ্নরূপে,
পথমাঝে দ্বারে দ্বারে…
সত্য ছুটে অসত্যের পিছে,
এই দুনিয়ার সকলে-ই;
সত্যের বস্ত্রহীন উদ্দাম রূপ দেখে
ছি ছি! করে,
আপন চোখ নেয় ফিরিয়ে।
উলঙ্গ সত্য আজ দৌড়ে বেড়ায়,
কোন গলিতে কোন ঠিকানায়?
বিবেক সবার কোথায় হারায়?
অপমান আর লজ্জায়,
সত্য লোকচক্ষুর অন্তরালে!
ঘরের কোণে চুপটি করে বসে থাকে।
অসত্য রাজ করে সারা পৃথিবী জুড়ে।
অসত্যের মাঝে লুকিয়ে থাকা,
সত্য একদিন প্রকাশিত হবে,
শান্ত প্রকৃতি অশান্ত হবে।
সেদিন অসত্য কোথায় পালাবে?
জাগাও তবে; জাগুক তবে,
আপনার মাঝে আপনার বিবেক,
আর যেন কেউ কোথাও
সত্যের নগ্ন রূপ দেখতে না পায়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here