“ অবকাশ ” কবিতাটি লিখেছেন ভারত থেকে প্রতিভাধর কবি সোনালী মন্ডল আইচ

497
“ অবকাশ ” কবিতাটি লিখেছেন ভারত থেকে প্রতিভাধর কবি সোনালী মন্ডল আইচ
প্রতিভাধর কবি সোনালী মন্ডল আইচ

অবকাশ

              সোনালী মন্ডল আইচ

ছায়া মেখে ঘাসের রঙ সাদা
অপরাজিতা ঝরে নীল হয়ে

ঘাসের কাছে ঝরা গান গায়
দু’দিনের জীবনগাঁথা বলে যায়

ভারী নিঃশব্দ ভোরের লিনেন
তুলো তুলো নরম সোহাগের মতো

টুকরো সময় দেয়া নেয়া শেষে
ফের গভীর অনটন হলে এসো –

চাহিদার পূর্ণাঙ্গ তালিকা সম্ভব নয়
কুয়োগুলো সবসময় অর্ধেক ভর্তি…

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here