”বেহিসাবি জীবন “
হামিদা পারভিন শম্পা
~~~~~~~~~~~
বদলে যাওয়ার গল্পটা
জানি জানা নেই,
অবহেলার রঙটা আজো
আছে সেখান টাতেই।
নেশার জালে জড়িয়ে ভাবছো
আছো তুমি বেশ,
লোকলজ্জার নৈতিকতার নেই
কোথাও এতটুকুও রেশ।
দিন বদলের ক্লান্তি লগ্নে
ঘুরছে জীবন চাকা,
স্বেচ্ছাচারিতায় চরিত্রহীনতায়
মূল্যবোধের ঝুলি ফাঁকা।
সময়ের ঋণদাতা খুলবে যবে
তোমার হিসেবের খাতা,
কালিমালিপ্ত কর্দমাক্ত বেহিসাবি
জীবনের প্রতিটি পাতা।