অনন্ত অনুভবে
জেসমিন জাহান
অনন্ত বিস্ময় নিয়ে তাকিয়ে দেখলাম
নিজের প্রতিচ্ছবি; সৃষ্টির মাদকতায়
ডুবে গিয়ে নতুন করে বেঁচে উঠলাম
আবারও নিজেকে আবিষ্কার করলাম
অনুভবের দুয়ার খুলে গেলো অলখে
দেখলাম, “বেঁচে থাকা কত সুন্দর!”
পথের বাঁকে এসে উচ্ছ্বসিত হারালাম
এইখানে এসে পেলাম সান্ত্বনার আশ্বাস
অস্ফুট অনুভূতিগুলো কতোটা অর্থবহ
আমার অপূর্ণতা নিমিষে পথ পেরুলো
উষর প্রান্তরে জাগলো প্রাণের স্পন্দন
ফুটে উঠলো একরাশ টকটকে গোলাপ।
পৃথিবীতে নিরর্থক জন্ম হয়নি আমার
কাঁচের টুকরোর মতো চোখের গভীরে
খুঁজে পেলাম জীবনের পরিপূর্ণতাকে
দ্বিধার দেয়াল ভেঙে সম্মুখে দাঁড়ালো
সুন্দর এক সকাল; ঊষার আলো মেখে
উজ্জ্বল হলো আকাশের নীলে শুকতারা।