দাঁড়কাক
নাসরিন জাহান মাধুরী
যদি আমি হারিয়ে থাকি কিছু
তুমিও হারিয়েছো ততোধিক
তোমার মুখেই ছিলো আমার আয়না
নিজেকে সে আয়নাতেই দেখতাম
তুমিও দেখতে আমার মুখে নিজেকে..
যেদিন আয়নাটা ভেঙ্গে গেলো
যেদিন আয়নাটা ভেঙ্গে গেলো
আর আমরা আমাদের নিজের মুখ
দেখতে পাইনা…
আমি দুই পা পিঁছিয়েছি
তুমি পিঁছিয়েছো চার পা
তারপর ধীরেধীরে অপসৃয়মান
তারপর ধীরেধীরে অপসৃয়মান
দৃশ্যান্তরে দাঁড়কাকেদের বাড়বাড়ন্ত
দৃশ্যান্তরে দাঁড়কাকেদের বাড়বাড়ন্ত….
দৈনিক আলাপ পড়লাম l খবরের সঙ্গে সাহিত্য পাতায় চোখ আটকে গেল l কবিতা গল্প পড়ে মন ভরে গেল l দেখলাম পশ্চিমবঙ্গ থেকে অনেকেই লিখেছেন l কী সুন্দর ভাবে পাতাগুলো সাজিয়ে তুলেছেন l আপনাদের সুন্দর শৈলীর প্রশংসা করতেই হয় l এপার বাংলা থেকে আপনাদের সঙ্গে একাত্ব হতে চাই l লেখা পাঠাতে চাই l দুই বাংলার মধ্যে গড়ে উঠুক নতুন সাহিত্যসেতু l শুভ কামনা সহ ——
ড. সেকেন্দার আলি সেখ
প্রিন্সিপাল: সুন্দরবন বি এড কলেজ