বেলা অবেলা
——————–
নাসরিন জাহান মাধুরী
আর নাইরে বেলা
অকারণে কেটে গেলো
এ বেলা ও বেলা করে
জীবনের সব বেলা
এখন তোমাকে
আমার প্রয়োজন
বড় প্রয়োজন প্রিয়জন
তোমাকে ভেবে ভেবে
কেটে যায় অনুক্ষণ
তুমি পাশে নেই
তাই চলে যাই দূর ভুবনে
একাকী আনমনে
যদি দেখা পাই কোন শুভক্ষণে
আর নাইরে বেলা
অকারণে কেটে গেলো
এ বেলা ও বেলা করে
জীবনের সব বেলা