দুঃখের অথই জল।
আলমগীর হোসেন খান
বিশ্বাস আর নিঃশ্বাসের সরুপথে
আমি একা জেগে রই,
সারারাত বয়ে যায় আমার,
দেহের ছোট নদী অবিরাম
সকালে জেগে দেখি বালুচর।
ব্যর্থতার প্রতিধ্বনি হয় চারদিকে
স্বার্থপরের মতো তোমার আগমন ,
একটু রোদের ছায়ায় ছড়া,
দুঃখের অথই জল।
চোখ মেলে তোমার প্রতিচ্ছবি
ভালো লাগার মতো মন,
তুমি সারা দিতে সারাক্ষণ
আজ সবকিছু মুছে দিলে,
নিমিশে হলো শেষ ।
আমার সামনে সমুদ্রের গর্জন
কখনও দেখিনি এমন ঢেউ,
গা ছমছম করে কেপে ওঠে
দৃশ্যমান কম্পনের শব্দে ,
অথচ কথা ছিলে নিশিত আঁধারে
তুমি হবে আলার ছায়া ।