মা আসবে
সুমিতা বর্ধন
মা আসবে প্রতিবারের মতোই
কাশের দোলায় , শিউলির গন্ধে।
মা আসবে ঢাকের তালে,
মা আসবে পাড়ার মাইকে পুরনো বাংলা গানের সুরে,
মা আসবে মহিষাসুর-মর্দিনী উচ্চারণে,
আশ্বিনের শারদ প্রাতে মা জেগে উঠবে
প্রতিবারের মতোই এবারেও।
গাছে গাছে একশ আট পদ্ম যে ফুটবে
মায়ের চরণ বন্দনা আর
মায়ের পায়ে অঞ্জলীর জন্যই।
স্বর্গ লোকে মা এখন ভয়ানক ব্যাস্ত
সন্তানদের সাজিয়ে গুছিয়ে নিতে (আর)
গোলা ভরা ধান,গাছে গাছে ফল
সব নিয়ে আসবে মর্তের সন্তানদের জন্য।
মা আসবে ফুলে, ফলে
ভরে উঠবে এই ধরিত্রী।
মা আসবে ঘোড়ায় বা দোলায় বা নৌকোয়,
মা আসবে কটা দিনের জন্য
সুখ শান্তি নিয়ে,
মা আসবে ঝুপরি থেকে অট্টালিকায় ,
মা আসবে শহর ছাড়িয়ে গাঁয়ে,
মা আসবে বাংলার প্রতি ঘরে ঘরে।
মা আসবে দেশ ছাড়িয়ে
দূরে আরো দূরে
যেখানে তাঁর সন্তানের কর্মব্যস্ত জীবন
মা আসবে তাঁদের ঘরে।
মা আসবে আমার ঘরে, তোমার ঘরে ,ওদের ঘরে।
মা আসবে সবার হাসিতে ,সবার খুশিতে
মা আসবে সবার আনন্দে।