সাম্য দর্শনের কবি-আরশ মালিথা’র এর শুভ জন্মদিন।জন্মদিন উপলক্ষে প্রকাশিত হল তার লেখা কবিতা“বাস্তবে নয় কল্পনাতে”

326
দৈনিক আলাপ পরিবারের পক্ষ থেকে জন্মদিনের শুভেচ্ছা বাংলা সাহিত্যের অন্যতম সারথি কবি- আরশ মালিথাকে ।

বাস্তবে নয় কল্পনাতে
————আরশ মালিথা

অসীম সমুদ্রের ওপারে কি আছে,
জানিনা!
জানলে,হয়তো যেতে চাইতাম।
বাস্তবে যদি কোনো জাহাজ-
আমাকে নাও নিতো,
তবুও যেতাম, হয়তো কল্পনাতে!
হয়তো আমার নিজস্ব একটা ডিঙ্গি নৌকো থাকতো।
হয়তো সমুদ্রে ডিঙ্গি নৌকো ভাসিয়ে –
আমি তলিয়ে যেতাম অতলে,
অথবা দারুন নীলের মাঝে আমার নৌকোকে একটি বিন্দুই মনে হতো।
তবুও আমি যেতাম।
আমার স্বপ্নটা হতেই পারে –
আটপৌরে,অলীক,অদ্ভুত, ব্যাঙ্গাত্মকই বটে।
শুনলে হয়তো অবুঝ মনও অট্টহাসি দিবে।
দিলে দিবে,তবুও আমি অনড়!
হতেই পারে সেখানে একটি
সাদা কালো জগৎ আছে!
হয়তো ঝলমলে পৃথিবীর মতো-
ওখানে রং পাল্টায় না কিছু।
হয়তো সেখানে গোলাপ গুলো প্রেমাবেগের গন্ধ ছড়িয়ে দিয়েই ঝরে পড়ে না।
থাকতে পারে হয়তো এমন একটি দ্বীপ, যেখানে পাখির ডানায় স্বপ্ন ছড়িয়ে পড়ে।
হয়তো এমন কিছু প্রাণী আছে যারা হয়তো –
দেখতে মানুষের মতো, কিন্তু মানুষ না!
অন্য কিছু, যারা শূন্য হৃদয় ভরিয়ে দেয় –
আশার আলোয়।
যাদের মন আছে কিন্তু হিংসে নেয়।
যাদের হাতগুলো রক্ত ঝরায় না,ফুল ফোঁটায়!
যাদের চোখ আছে কিন্তু ক্রোধ নেই।
মাছের মতো শীতল চোখে-
অনেক মায়া জড়িয়ে থাকে।
যারা কথা বলে মিথ্যাকে ছাপিয়ে,
যারা হাসে পরাধীনতার শিকল ছিড়ে।
যাদের বুকে অনাবিল প্রেম জমে আছে।
হয়তো কিছু একটা আছে,
আমি যাবোই সমুদ্রের ওপারে।
হয়তো বাস্তবে নয়,কল্পনাতে!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here